মিনিট্রাকের চাপায় বাইকচালক নিহত

বরিশালে মিনিট্রাকের চাপায় এক বাইকচালক নিহত হয়েছেন। রবিবার সকাল আটটার দিকে নগরীর আমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে বরিশালে আসার সময় আমতলা মোড়ে একটি মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাইকচালক আতিকুর রহমান (৩৮)। উপস্থিত জনতা ধাওয়া করে মিনিট্রাকটি আটক করে চালক জামালকে পুলিশে সোপর্দ করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর রাহাতুল বলেন, সকালে আমতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় বাকেরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের ছেলে আতিকুর রহমান মারা যান। তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মিনিট্রাক ও ড্রাইভার জামাল পুলিশ হেফাজতে আছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/মোআ)

মন্তব্য করুন