প্রাণ বাঁচাতে সালমানকে ক্ষমা চাওয়ার উপদেশ বিজেপি এমপির!

গুলি করে হত্যা করা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে। গত শনিবার রাতে মুম্বাইয়ের বাদ্রায় নিজের বিধায়ক ছেলে জিসান সিদ্দিকির অফিসের সামনে তার ওপর তিন রাউন্ড গুলি চালায় আততায়ীরা। হাসপাতালে পৌঁছানোর আগেই উড়ে যায় তার প্রাণপাখি।
বাবা সিদ্দিকিকে হত্যার পর থেকে আতঙ্কে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। কারণ, এ দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া যে বিষ্ণোই গ্যাং সালমানকে গত এক বছর ধরে দফায় দফায় হত্যার হুমকি দিয়ে আসছিল, তারাই বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করেছে।
ফলে নিজের বাদ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা জোরদার করেছেন সালমান। এছাড়া বাতিল করেছেন আগামী কয়েকদিনের সমস্ত কর্মসূচি। এমনকি, স্থগিত রেখেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর শুটিংও। পরিবার এবং নিজের প্রাণ নিয়ে সংশয়ে বলিউডের ভাইজান।
এই যখন অবস্থা তখন সালমানকে প্রাণ বাঁচাতে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য হরনাথ সিং যাদব। অভিনেতাকে ট্যাগ করে তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘প্রিয় সালমান খান, যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে এবং বহুদিন ধরে বিষ্ণোইদের আক্রোশ আছে আপনার উপরে।’
হরনাথ সিং আরও লিখেছেন, ‘ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে নিজের এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’
অভিযোগ আছে, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে গিয়ে একটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারেন সালমান খান, এরপর সেটির মাংস রান্না করে খান। এই হরিণকে দেবতা হিসেবে পূজা করে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়।
ফলে গত ২৬ বছর ধরেই সালমান খানের ওপর আক্রোশ এই সম্প্রদায়ের লোকদের। বিষ্ণোই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জেলে বন্দি থাকা অবস্থাতেই গত এক বছরে একাধিকবার সালমানকে খুনের হুমকি দিয়েছেন। কখনো বাড়িতে চিঠি পাঠিয়ে, কখনো বা ইমেইলে।
লরেন্স বিষ্ণোই এও জানিয়েছে, কেবল প্রকাশ্যে ক্ষমা চাইলেই সালমানের প্রাণ রক্ষা পেতে পারে। নইলে তাকে আজ হোক বা কাল হত্যা করা হবে। সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকারের পর এই লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়ে সালমান এবং তার পরিবারের দুশ্চিন্তা আরও প্রকট হয়েছে।
এই অবস্থায় কী করবেন বলিউডের সুলতান? লরেন্স বিষ্ণোই এবং বিজেপির সংসদস সদস্যের পরামর্শ মেনে তিনি কী ক্ষমা চাইবেন? কৃষ্ণাসার হরিণ হত্যার জন্য অনুতপ্ত হবেন? নাকি থাকবেন নিজের মর্জি মতোই? যেমনটা গত ২৬ বছর ধরে আছেন। সময়ই সব বলে দেবে।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজে)

মন্তব্য করুন