অস্ট্রেলিয়া সফর যাচ্ছেন রাজা চার্লস তৃতীয়

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় এবং রানী ক্যামিলা সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন। রাজ্যাভিষেকের পর এটি তাদের প্রথম বড় বিদেশ সফর।
বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, আগামী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়া পৌঁছাবেন এবং ২৩ অক্টোবর বুধবার সেখান থেকে তারা কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে সামোয়া যাবেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন প্রকাশ্য তৎপরতা থেকে বিরত ছিলেন ৭৫ বছর বয়সী চালর্স।
এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকও ঘোষণা দিয়েছিল যে তাদের নতুন মুদ্রায় রানির ছবির জায়গায় দেওয়া হবে রাজা তৃতীয় চার্লসের ছবি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অস্ট্রেলিয় সরকার।
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক ঘোষণা দিয়েছে, অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের নোটে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতির স্থলে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি ব্যবহার করা হবে না। এর পরিবর্তে একটি নকশা থাকবে, যা আদিবাসী অস্ট্রেলিয়ানদের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরবে।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর)

মন্তব্য করুন