কোন কৌশলে এগোবে বিএনপি?

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৯| আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:২৭
অ- অ+

যত দিন গড়াচ্ছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে আক্রমণ করে নানা কথাবার্তা বলায় এই প্রশ্নটি ধীরে ধীরে সামনে চলে আসছে। বিএনপির শীর্ষ নেতারা অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা নিয়ে কথাবার্তা বলছেন। দ্রুত নির্বাচন দেয়ার কথা বলছেন। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার বিষয়টি সামনে তুলে ধরছেন এবং সাধারণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি নিয়েও কথা বলছেন। এর থেকে প্রতীয়মান হচ্ছে বিএনপি অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেই দ্রুত নির্বাচন অনুষ্ঠানে সরকারকে একরকম বাধ্য করার দিকেই যেতে চাচ্ছে। ঢাকা টাইমস এ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির দুইজন নেতা ও দুইজন ভাইস চেয়ারম্যান ঢাকা টাইমসকে বলেছে অন্তর্বর্তী সরকারকে চাপে না রেখে বিএনপি খুব সহজে কোন কিছু পেয়ে যাবে এটি মনে করা করা বোকামি। বিএনপি সরকারকে একদিকে সমর্থন করার কাজ চালিয়ে যাবে পাশাপাশি সরকারের নানা ব্যর্থতাও সামনে নিয়ে আসবে এবং বিশেষ করে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের একটি টাইম সেও সরকারের কাছে চাইবে।

সর্বশেষ গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ লেবার পার্টির একটি অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার নানাক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এমন মন্তব্য করেছেন। তিন দিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জনগণের ক্ষমতা দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুদিন আগে টাঙ্গাইল একটি অনুষ্ঠানে বলেছেন গণতন্ত্রের বাহক হচ্ছেন নির্বাচন অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সংসদ নির্বাচন দিতে হবে। আর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে যতগুলো সভা সমাবেশ সংবাদ সম্মেলন অনুষ্ঠান হয়েছে যেখানেই যোগ দিয়েছেন প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলেছেন অবিলম্বে নির্বাচন দিন। এই যে বিএনপির প্রত্যেকটি নেতা এখন স্পষ্টভাবে নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছেন এটি আসলে সরকারকে চাপে রাখার একটি কৌশল। এটা তো এখন দিবালোকের মতো পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেশের মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা মাত্র দুমাসের মাথায় সেই প্রত্যাশার খানিকটা ফিকে হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতে এর রাশ টেনে ধরতে না পারায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং জনপ্রশাসন সহ বিভিন্ন সরকারি অফিসে কর্মকান্ডে একধরনের ধীরগতি পরিলক্ষিত হয়। কেউ কেউ প্রতিবিপ্লবের আশঙ্কাও করছেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী ঠিকমতো কাজ করছেন না এবং অভিযোগ আসছে উপদেষ্টাদের বিষয়েও নানা ধরনের নেতিবাচক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। ক্রমাগত গুজবের ডালপালা গজাচ্ছে। এর কোন বিহিত সরকার ঠিকমতো করতে পারছেন না। আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাজনৈতিক দল করবেন সেই দল করলে সেই দল গুছিয়ে তারপর কি নির্বাচন করবেন? বিএনপিসহ অনেকেই ভিতরে ভিতরে এই বিষয়টি মোটেও মানতে রাজি নন। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে বিএনপি চায় নির্বাচন কমিশন দ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে দেয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যত দিন যাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দলের এই চাপ বাড়তে থাকবে। এই চাপ উপেক্ষা করা এই সরকারের জন্য বেশ কঠিন হবে। কারণ রাজনৈতিক সমর্থন ছাড়া সরকারের পক্ষে টিকে থাকা মোটেও সহজ হবে না । দেখা যাক কি হয়।

(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এআরডি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা