ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করুন: মামুনুল হক

নির্বিচারে সহস্র ছাত্র-জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এবার ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের জন্য অন্তর্বর্তী সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে হাজী আসমত সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব শাখা আয়োজিত গণসমাবেশে এ আহ্বান জানান তিনি।
মামুনুল হক বলেন, ‘সহস্র প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের রাজনীতি করার অধিকার নেই। কয়েক দিনে আগে আদালত চত্বরে ফ্যাসিস্ট সরকারের দোসরা শেখ হাসিনার নামে স্লোগান দেয়। তাদের খুঁজে বের করে ফ্যাসিস্টদের দোসর হিসাবে বিচার আওতায় আনতে হবে।’ এই বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জনতার আদালতে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
শেখ হাসিনার সরকার দেশ থেকে লক্ষকোটি টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে মন্তব্য করে মামুনুল হক বলেন, ‘দেশের যুবকরা তাদের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায়। সেই রেমিট্যান্স হাসিনা সরকার বিদেশে পাচার করেছে।’
৫ আগস্ট অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিশের মহাসচিব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সহস্র ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের করতে হবে।’ শেখ হাসিনা ও তার নেতাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সমাবেশে মাওলানা মামুনুল হক ভৈরব-কুলিয়ারচর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের নাম ঘোষণা করেন।
দলের ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মহসিন হাসান, কেন্দ্রীয় কমিটির আশিকুর রহমান প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/মোআ)

মন্তব্য করুন