১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, ১৪:৪৩
অ- অ+

দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল আটটা থেকে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। সম্মেলন উদ্বোধন করেন শহীদের গর্বিত বাবা হাফেজ মাওলানা নুরুজ্জামান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ময়মনসিংহ অঞ্চল পরিচালক . সামিউল হক ফারুকী।

২০১০ সালের পর এভাবে প্রকাশ্যে রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করতে পারেনি জামায়াতে ইসলামী। কিন্তু কার্যক্রম থেমে থাকেনি বলে জানান জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। গ্রুপ গ্রুপ করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার সব রুকনকে নিয়ে সম্মেলন হয়েছে। এর মাধ্যমে রুকনদের সরাসরি ভোটে নতুন আমির নির্বাচিত হবে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, ৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। পৃথিবীর ইতিহাসে কারোই জানা নেই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়। বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকার সেই কাজটি করে গেছেন।

বাংলাদেশের কেয়ারটেকার সরকারের ধারণা প্রথম প্রবর্তন করে জামাত ইসলামী- এমন দাবি করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, ‘ইতিমধ্যে কেয়ারটেকার সরকারের অধীনে দেশে নির্বাচন হয়েছে। এই সরকারের মাধ্যমে নির্বাচিত হলেও পরবর্তীতে ক্ষমতাসীন দলগুলো কেয়ারটেকার সরকার ব্যবস্থা চায় না। এটা খুবই দুঃখজনক একটি ইতিহাস।’

বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণরাষ্ট্র হিসেবে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে দশটি সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছে জানিয়ে মতিউর রহমান আকন বলেন, ‘আমরা আশা করি বর্তমান সরকার সংস্কার কাজ সম্পন্ন করেই একটি অবাধ নির্বাচন দেবেন।’

সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুল হক, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান, অধ্যাপক আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, কাজী সাইফুল্লাহ প্রমুখ

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ করে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা