ঢাকা-৫ আসনে সন্ত্রাসী, চাঁদাবাজের কোনো ঠাঁই নেই: নবীউল্লাহ নবী

ঢাকা-৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বলে হুঁশিয়ার করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। বলেন, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার বিকালে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণের ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে বিপুল নেতাকর্মী এতে অংশ নেন।
নবীউল্লাহ নবী বলেন, বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবক গণতন্ত্র মুক্তির আন্দোলন মন্তব্য করে বিএনপিনেতা নবী বলেন, ‘সেই আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যা হয়েছে। যদি গণহত্যার বিচার না হয় তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন সেসব শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে না।’
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, তানসেন, রবিউল ইসলাম রবি, বিল্লাল হোসেন, ৪৮ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, যাত্রাবাড়ী থানা ছাত্রদল সভাপতি তুহিন ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিনা, যুবদল নেতা জসিম, মোশাররফ, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি রিফাত ও শিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/ডিএম)

মন্তব্য করুন