প্যারিসে সিয়াল ফুড ফেয়ারে প্রথমবারের মতো সিটি গ্রুপ

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১৩:৩৩| আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪:৩৫
অ- অ+

ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা সিয়াল ফুড ফেয়ার ২০২৪। বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানও। প্যারিসে এবার সিয়াল ফুড ফেয়ারে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে সিটি গ্রুপ।

মূলত এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজারেরও অধিক কোম্পানি অংশগ্রহণ করে থাকে যেখানে তারা তাদের পণ্য প্রদর্শন করে থাকেন এবং বিশ্বের বিভিন্ন নামি-দামি ক্রেতারাও এখানে ভিড় জমান। এতে কোম্পানিগুলো সরাসরি ব্যবসায়ীদের সাথে বিজনেস টু বিজনেস ডিল করার সুযোগ পেয়ে থাকে। এটি এবার অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্ক দ্যু এক্সপোজিশনে।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা শনিবার সকালে উদ্বোধন করেন ফরাসি কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্দে।

এবারের সিয়াল ফুড ফেয়ারে সিটি গ্রুপের খাদ্যপণ্য নিয়ে প্যারিসের এ বিশাল সিয়াল ফুড ফেয়ারে অংশগ্রহণ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন, ফিন্যান্স এন্ড কমার্শিয়াল ডিরেক্টর তানভীর হায়দার পাভেল এবং হেড অব এক্সপোর্ট অ্যান্ড ফিন্যান্স মেহেদী হাসান। তাদের সাথে কথা বলে জানা যায়, সিটি গ্রুপ এবার এই মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। পণ্যের গুণগত মান নিশ্চিত করা ও সুচারু মার্কেটিংয়ের মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশ করা এবং ঘরে ঘরে সিটি গ্রুপের বেকারি পণ্য ‘কুইক বাইট’ এর জনপ্রিয়তা অর্জন করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানান।

মেলায় সিটি গ্রুপের কর্মকর্তারা আরো বলেন, তাদের পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারার সক্ষমতা অর্জন করেছে। তারা এবার কনফেকশনারি ও বেকারি পণ্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রদর্শন করছেন। পণ্যের তালিকায় প্রদর্শিত হচ্ছে কুইক বাইট, তীর, বেঙ্গল ও ক্যান্ডি ব্র্যান্ডের পণ্যসমূহ।

সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন বলেন, তারা খাদ্যের পুষ্টি মান বজায় রেখে অভিনব নতুনত্ব আনতে পেরেছেন। মেলায় তিন লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে। তারা প্রত্যাশা করছেন এবার একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে তারা এবারের মেলাটি শেষ করতে পারবেন।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা