সংগঠনবিরোধী কর্মকাণ্ড: যাত্রাবাড়ী থানা যুবদল নেতা মুসফিকুর রহমান ফাহিমকে শোকজ

সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যাত্রাবাড়ী থানা শাখার সাবেক সহ-সভাপতি মুসফিকুর রহমান ফাহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মুসফিকুর রহমান ফাহিমের সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
সংগঠনবিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৩ অক্টোবরের মধ্যে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের কাছে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/২০অক্টোবর)

মন্তব্য করুন