ফরিদপুরে ৪ হাজার বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১৪:১৫| আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৪:২০
অ- অ+

ফরিদপুর শহরের নদীবন্দর সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে চার হাজার বস্তা অবৈধভাবে মজুতকৃত ডিএপি কীটনাশক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কার্গো এবং গোডাউন সিলগালা করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই-এর সদস্যরা বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা এক হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা দুই হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুতকৃত ডিএপি কীটনাশক সার জব্দ করা হয়। এসময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, ‘সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা এক হাজার ৬০০ বস্তা ও ধলার মোড়ের গোডাউনে থাকা দুই হাজার ৪০০ বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযানকালে গোডাউন মালিককে পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফরিদপুর নৌ পুলিশের কর্মকর্তা মাসুদুল আহমেদ বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা কার্গোতে খেয়াল রাখছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মালামাল অপসারণ করতে দেওয়া হবে না। কার্গোতে থাকা মালামাল জব্দ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আমরা রয়েছি।’

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা