ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১৮:৩৩
অ- অ+

বিশ্ব-স্তন ক্যানসার সচেতনতা মাস অক্টোবর-২০২৪ উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মগবাজারে অবস্থিত হাসপাতালের ১নং ভবনে আয়োজিত ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী ১১৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ ডা. তাসনিম হোসাইন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল, কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. নাছিম-ই-তাছনিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) পাইলস, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোসাম্মাৎ মীরা পারভীন এবং ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রিফাত জিয়া হোসেন।

‘আর নয় লজ্জা ও ভয়, স্তন ক্যানসার নিরাময় হয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চিকিৎসকগণ রোগীদের ব্রেস্ট ক্যানসার সম্পর্কে ফ্রি কাউন্সেলিং করেন। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ছাড় দেয়া হয়।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা