নিষেধাজ্ঞার মধ্যেও ফরিদপুরে বিক্রি হচ্ছে ইলিশ

ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদার বিক্রি হচ্ছে ইলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খাঁর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সাড়ে ৫ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী। এসময় এক অসাধু জেলেকে আটক করে চারদিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যান।
পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে তাদের মাঝে বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন