হাতিয়ায় রকেট ফ্লেয়ার ও অস্ত্রসহ ডাকাত প্রধান আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৯
অ- অ+

নোয়াখালীর হাতিয়ার কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন আটক হয়েছেন। মঙ্গলবার ভোরে হাতিয়া উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটকের সময় মহিউদ্দিনের হেফাজতে থাকা পাঁচটি রকেট ফ্লেয়ার, ১৯টি দেশীয় অস্ত্র (রামদা পাঁচটি, লোহার শাবল দুটি, দা চারটি, চাপাতি একটি, ছুরি ছয়টি, চায়না করাত একটি), হরিণের দুটি শিং, এবং চারটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিদের নেতৃত্বে একটি দুর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম করছিল।

তকি জানান, এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ সহায়তা চাইলে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কোস্ট গার্ড। ফলশ্রুতিতে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, হাতিয়া থানায় মহিউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা