মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:০৩

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এরই মধ্যে প্রাণ গেছে ১০ জনের বেশি, আহত প্রায় অর্ধশত। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারণ ছিনতাই-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সোমবার মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার পৃথক আরেকটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ সদরদপ্তর জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ২টি সামুরাই, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি অটোরিক্সা জব্দ করা হয়।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ৩ জন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় ৫ জন, চুরি মামলায় ৩ জন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

গেন্ডারিয়ায় অটোরিকশা চালক হত্যা: আসামি জিন্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ

কথিত রবিনহুড আফজালকে ধরতে পুলিশের অভিযান

কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন: নারীসহ আরও ৫ জন গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় অক্টোবরে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

শনিবার কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভূমি অফিস স্থানান্তর না করার আহ্বান পাটকেলঘাটা সমিতির

৩০০ ফিটে যৌথবাহিনীর রাতভর অভিযানে প্রায় ৩ লাখ জরিমানা, ১১৯ মামলা

মোহাম্মদপুরে রাস্তার পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার আগুন, ভাঙচুর

জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেল গ্রেপ্তার, আছে হত্যাসহ ১৮ মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :