আগামী বছরের হজের দুটি প্যাকেজ ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:২৬| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৩৩
অ- অ+

আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দুটি প্যাকেজ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারিভাবে প্যাকেজ দুটির ঘোষণা দেন।

ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী, এবার হজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

চলতি বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। তবে এবার বিশেষ প্যাকেজ থাকছে না।

ঘোষিত দুটি প্যাকেজের মধ্যে একটির নাম আজিজিয়া। যেটিতে খরচ কমেছে এক লাখ টাকা। অন্যটিতে খরচ কমেছে ৪০-৪৫ হাজার টাকা। বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়।

প্রসঙ্গত, আগামী বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা