গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাই চিকিৎসকদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩৫

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতাল।

এ লক্ষ্যে বুধবার হাসপাতালটির তিনজন ডাক্তারসহ ছয়জনের একটি টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখেছেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল ভর্তি হওয়া ভর্তিকৃত ৫৭ জন রোগীর সকলকেই দেখেছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হল অপেক্ষা করা এবং তদন্তের মাধ্যমে ৪ সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সঙ্গে একমত।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বলেন, থাইল্যান্ড থেকে আগত চিকিৎসক দল আমাদের এখানে ৭ জন গুরুতর আহত রোগীকে দেখেছেন। চিকিৎসকদল বলেছেন, আগামীকাল তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দিবেন। এছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কার সম্ভব নয়: আলী রীয়াজ

নির্বাচন কমিশন গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি

'আওয়ামী লীগের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল'

আদানির বকেয়ার জন্য বিগত সরকার দায়ী: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করার আহ্বান প্রধান উপদেষ্টার

টকশোতে আপত্তিকর বক্তব্যে সমন্বয়ক হাসিবকে শোকজ

অক্টোবরেও রেমিটেন্সে জোয়ার, এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার

কলরেট কমানোসহ মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

ভাগ হওয়ার সাত বছর পর আবারও এক হচ্ছে স্বরাষ্ট্রের দুই বিভাগ

সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে কুয়েত গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :