চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১২:৫৩| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:০৪
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামে সাপের কামড়ে উজির আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত উজির আলী উপজেলার বলেশ্বরপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মাঠে ঘাস কাটতে গেলে একটি সাপ উজির আলীকে কামড় দেয়। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উজির আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

চিকিৎসক নাজমুস সাকিব বলেন, সকালে সাপের কামড়ে আহত হয়ে ভর্তি হয়েছিলেন। রাত ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা