পুলিশের সংস্কারে চলছে জরিপ, অংশ নিতে পারবেন যে কেউ
রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কার হবে বাংলাদেশ পুলিশেও। এরই অংশ হিসেবে শুরু হয়েছে ‘কেমন পুলিশ চাই’ জরিপ।
বৃহস্পতিবার পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে— সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছেন যার কার্যক্রম চলমান।
পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে জনগণের মতামত জানতে চেয়েছে বিজ্ঞপ্তিতে।
গুগল ফরমে forms.gle/kcXcL247eTbp3fHk6-এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘কেমন পুলিশ চাই’ লিংকে ক্লিক করতে বলা হয়েছে। সেখানে দেওয়া প্রশ্নমালা পূরণ করে যে কেউ মতামত দিতে পারবেন। মতামত দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারীর মতামত গোপন রাখা হবে। শুধু সংস্কার কাজে তথ্য সহায়তায় এটি ব্যবহৃত হবে।
(ঢাকাটাইমস/০২নভেম্বর/এফএ)
মন্তব্য করুন