গণহত্যার দোসর জিএম কাদেরের বিচার ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে: পিএনপি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
অ- অ+

ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটের শরিকদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণ জমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্বক গণ জমায়েত-এ সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানকে পচা গলা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণহত্যার মাধ্যমে দেশকে মৃত্যু নগরীতে পরিণত করেছে। আর এই দেশ ও গণবিরোধী জঘন্য অপরাধের প্রধান দোসর জিএম কাদের গংরা এবং ১৪ দলীয় জোট শরিক দলদের মাস্টার মাইন্ডের কারণে জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার পথ বেছে নিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা।

বক্তারা বলেন, আমাদের দল মনে করে যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে ব্যক্তি স্বার্থের জন্য জনগণের জীবন নিয়ে খেলা করে তাদের রাজনীতি করার অধিকার নাই।

নেতৃবৃন্দ বলেন, নিরস্ত্র ছাত্র জনতার গণ আন্দোলনে যে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে সেখানে কোন ফ্যাসিস্ট এর দোসরদের ঠাঁই হবে না। তাই অবিলম্বে জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটের শরিক দলের প্রধানদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

পিএনপি সভাপতি ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাহবুব রব, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নবী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, সহপ্রচার সম্পাদক সম্পাদক দুলাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা