কথিত রবিনহুড আফজালকে ধরতে পুলিশের অভিযান
পশুপাখি উদ্ধারে কাজ করা রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আফজাল খানকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া বড় মসজিদ রোডের ৯ নম্বর রোডে আফজালের বাড়িতে এই অভিযান চলছে।
রবিবার বিকাল চারটার দিকে থানা খিলগাঁও থানা পুলিশ অভিযান শুরু করে। আফজালের বিরুদ্ধে তার দেহরক্ষী তাসফিয়ান ইসলাম আতিফ মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের আগেই বাড়ি থেকে পালিয়ে যান আফজাল। তার স্ত্রী ও প্রতিষ্ঠানের ম্যানেজার মুনিয়া ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখছে পুলিশ।
গত বছরের ডিসেম্বরে স্বেচ্ছাসেবী সংস্থা রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে আতিফ নামে এক যুবক দগ্ধ হন। পরে ২১ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আতিফের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় পরে নিহতের মা বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে একটি বেসরকারি টেলিভিশন আফজালকে নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করে। এরপর দেশ ছেড়ে সস্ত্রীক পালিয়ে যান আফজাল। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ তার বাড়িতে অভিযান শুরু করে। কিন্তু অভিযানের খবর পেয়ে আফজাল আগেই সটকে পড়েন। পুলিশ আফজালের বাসা থেকে তার স্ত্রীকে হেফাজতে নেয় বলে জানা গেছে।
কথিত এই রবিনহুড আফজালের বিরুদ্ধে সংস্থার নারী কর্মীদের যৌন হয়রানির অভিযোগ আছে। এসব নিয়ে বেশ কয়েকজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছিলেন।
আফজাল সুউচ্চ ভবন ও গাছ থেকে পশুপাখি উদ্ধার করায় ‘রবিনহুড’ নামে পরিচতি পান। ঢাকায় পৈতৃক বাড়িতে আফজাল বিভিন্ন সময় উদ্ধার করা অসুস্থ কুকুর–বিড়াল পালন করেন।
এ ছাড়া অ্যানিমেল কেয়ার ট্রাস্ট বাংলাদেশ নামে একটি ক্লিনিক চালান আফজাল। কোথাও আটকে পড়া পোষা প্রাণী উদ্ধারে তিনি টাকাপয়সা নেন না বলে দাবি করতেন। অথচ ক্লিনিকে টাকার বিনিময়ে পশুপাখির চিকিৎসা করাতেন।
মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার আলী ঢাকাটাইমসকে বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানায় থাকা একটি হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে খিলগাঁও আফজালের বাসায় অভিযান চালায়। অভিযানে আফজালকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রীকে আটক করা হয়েছে।’
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এসএস/এজে)
মন্তব্য করুন