ভোলাহাটে যুবদলের জনসভায় বহিষ্কৃত নেতা বিশেষ অতিথি, অসন্তোষ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ২০:১৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা যুবদলের জনসভায় বহিষ্কৃত বিএনপি নেতা আনোয়ারুল ইসলামকে বিশেষ অতিথি করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

রবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গঠনতন্ত্রবিরোধী কাজের জন্য এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে জানানো হবে।

মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ।

এদিকে এই জনসভা নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সাবেক সংসদ সদস্য এমপি থাকাকালীন এলাকায় খুব একটা আসতেন না। তাঁর কাছে তৃণমূলের নেতাকর্মীরা ছিল উপেক্ষিত। কিন্তু বর্তমানে তিনি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে নিজস্ব বলয় গড়ে তুলছেন। ফলে তৃণমূলকে না জানিয়েই এই সভার আয়োজন করা হয়েছে।

এই প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বহিষ্কারটা কোনো ব্যাপার না, এটা আগামীতে ঠিক হয়ে যাবে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিষ্কৃত ব্যক্তিকে নিয়ে জনসভা করা গঠনতন্ত্র বিরোধী এবং এতে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে। ফলে তৃণমূলে বিভেদ সৃষ্টি করে যারা দলের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রের হাইকমান্ডকে জানানো হবে।

উল্লেখ্য, কেন্দ্রের সিন্ধান্ত উপেক্ষা করে উপজেলা ভোটে অংশ নেয়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলামকে বহিষ্কার করা হয়।

(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা