দেবীদ্বারে বাস-ট্রাক-লরি সংঘর্ষে আহত ২০

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৭| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৫১
অ- অ+

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে বাস-ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে তিন ঘণ্টার বেশি সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার ( নভেম্বর) সকালে মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে গেলে গাড়িটি পাশে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ট্রাক লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। সময় কাভার্ড ভ্যানের পেছনে একটি বাস এসে ধাক্কা দিলে যাত্রীবোঝাই বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হন।

তারা আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ওপর ট্রাক কাভার্ডভ্যানটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

দেবীদ্বার এলাকার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যান চলাচল শুরু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠঅনো হয়।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা