টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৯:০৭
অ- অ+

গাজীপুরের টঙ্গী থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ রিমা আক্তার (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগ।

এরআগে সোমবার দিবাগত রাতে টঙ্গীর স্থানীয় মধ্য আউচ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রিমা আক্তার কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের জহির আহমেদের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউচ পাড়া এলাকার কলেজ রোডের কাঁচাবাজার সংলগ্ন জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায় কক্সবাজার জেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা ট্যাবলেট টঙ্গীতে এনে গাজীপুরসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা তরুণীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআর সংস্কার অধ্যাদেশ দুই মাসের জন্য স্থগিত, আন্দোলনও স্থগিতের ইঙ্গিত  
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে পাবে: প্রত্যাশা তারেক রহমানের
সাবেক মেয়র আইভী রিমান্ডে, আরও দুই মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা