বাড্ডায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, ‘ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটির পাঁচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
সে সময় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে, বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে।’
(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এলএম/এসএস/এজে)
মন্তব্য করুন