শোকজের জবাব দিলেন সমন্বয়ক হাসিব আল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ২১:৩৪
অ- অ+

মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে পাঠানো শোকজের জবাব দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। বৃহস্পতিবার শোকজের জবাব দেন তিনি। যেখানে হাসিব বলেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

লিখিত জবাবে হাসিব বলেছেন, গতকাল ডিবিসি নিউজের 'প্রযত্নে বাংলাদেশ' টকশোতে সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে আমার বক্তব্য কিছুটা অসম্পূর্ণ থেকে যায় এবং বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদমাধ্যমে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার বক্তব্যে আমি মূলত বুঝাতে চেয়েছিলাম বিপ্লব কখনও নিয়ম মেনে হতে পারে না। পৃথিবীর প্রতিটি বিপ্লবই নিয়মের বাইরে গিয়ে সংগঠিত হয়েছে।

আমি আমার বক্তব্যে বুঝাতে চেয়েছি, আওয়ামী ফ্যাসিবাদের দম্ভের স্তম্ভ তাদের তথাকথিত উন্নয়ন প্রকল্প মেট্রোরেলে যখন তারা নিজেরাই আগুন দিয়ে তারপর সেটা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার মায়াকান্না জনমানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং এই ক্ষোভ ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন ত্বরান্বিত করেছে।

আর জুলাই অভ্যুথানে আওয়ামী দোসর পুলিশলীগ নির্বিচারে ছাত্র- জনতার ওপর গুলি চালিয়ে গনহত্যা পরিচালনা করেছিলো তখন দেশের সর্বস্তরের জনতা নিজেদের জীবন বাঁচাতে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলো যেটা ছিলো মুক্তিকামী জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

আওয়ামী সন্ত্রাসীরা পুলিশকে ব্যবহার করে গণহত্যা পরিচালনা করছে এইজন্য এই অভ্যুত্থানে যত রক্তপাত হয়েছে এর দায় আওয়ামী ফ্যাসিস্টদের নিতে হবে এটা জনগণ উপলব্ধি করেছিলো। এই দুটো বিষয় বুঝাতে গিয়ে সময় স্বল্পতার কারণে স্রেফ ঘটনা উল্লেখ করতে পেরেছি, পুরো বিষয় তুলে ধরা সম্ভব হয় নাই। আমার সাথে যোগাযোগ ও মতামত না নিয়েই আমার বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদমাধ্যম বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছেন যা খুবই হতাশার।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে হাসিব ওই মন্তব্য করেন। গত ২৬ অক্টোবর ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির ভিডিও প্রকাশ করা হয়। টকশোর মূল প্রতিপাদ্য ছিল ‘জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ’। ওই টকশোতে হাসিব আল ইসলামের পাশাপাশি বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি অংশ নেন।

টকশোর একটি বক্তব্য ভাইরাল হলে হাসিবকে গত রবিবার শোকজ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের পাঠানো শোকজ নোটিশে হাসিব আল ইসলামকে তিন কার্যদিবসের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এমআই/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
পুলিশ সংস্কারে অবশ্য করণীয় কিছু বিষয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়নি!
বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে জনগণ উচিত জবাব দেবে: কর্নেল অলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা