মুম্বাইয়ে শুটিংয়ে আহত শাকিব খান এখন কেমন আছেন
মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে সিনেমাটির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।
‘বরবাদ’ টিমের একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, শুটিংয়ে একটি দরজার মাধ্যমে প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। এতে তার চোখের ঠিক ওপরে আঘাত লেগেছে।
সিনেমাটির পরিচালক জানান, এ ঘটনায় শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়।
পরিচালক বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’প্রাথমিক ট্রিটমেন্টের পরেই আবার শাকিব খান শুটিং ফ্লোরে ফিরেছেন বলে জানা যায়। গতকাল সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি।
বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ‘প্রিয়তমা’ ছবির আলোচিত নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমা আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন