জিরো পয়েন্ট ঘিরে উত্তেজনা: রাত ছিল বৈষম্যবিরোধীদের দখলে
শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক আওয়ামী লীগ মিছিলের ডাক দেওয়ার পর গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রবিবার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। কর্মসূচি ঘোষণা পর শনিবার রাতেই সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সরজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ব্যানারে একদল মানুষ গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ করছেন। তারা ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’—এমন বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা শেখ হাসিনার বিচারের দাবি তোলেন।
বিক্ষোভকারীদের একজন বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়েছে। এখনো রক্তের দাগ শুকায়নি। এর মধ্যেই শেখ হাসিনা সমাবেশের ডাক দিয়েছেন। আমরা ছাত্র–জনতা কোনোভাবেই এটা করতে দেব না।”
আওয়ামী লীগ ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা’র দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে রবিবার বেলা ৩টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। শনিবার দলটির ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর কয়েক ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। তারা ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রবিবার দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এফএ)
মন্তব্য করুন