সচ্ছল ব্যক্তিদের নামে আশ্রয়ণ প্রকল্পের ঘর, বিক্রির হিড়িক!

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১০:২৯| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:০৯
অ- অ+

উপকূলে কেউ রাস্তার ধারে, কেউ সমুদ্র তীরে বসবাস করছেন। এখানকার অধিকাংশ ভূমিহীন বাসিন্দার মাথা গোঁজার ঠাঁই নেই। সে লক্ষ্যে সরকারের তরফ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়।

তবে কতিপয় বন্টনকারীকে ম্যানেজ করে এসব ঘর সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। এখন আবার সেই বরাদ্দকৃত ঘরগুলোকে তারা বিক্রি শুরু করেছে মোটা অঙ্কের টাকায়। অনেকে ঘর বরাদ্দ পাওয়া সাত মাসের মাথায় চলে গেছেন নিজ বসতবাড়িতে।

খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া-ফাঁসিপাড়া আবাসন প্রকল্পের চারটি ঘর ইতোমধ্যে বিক্রি হয়েছে। দেন-দরবার চলছে আরও কয়েকটির। আশ্রয়ণবাসীর অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের না দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছিল সচ্ছল ব্যক্তিদের।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া ও ফাঁসিপাড়া গ্রামে নির্মাণ করা হয় ৬৪টি ঘর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে চলতি বছরের মার্চের মাঝামাঝি নির্মাণ কাজ শেষ হয়।

প্রতিটি ঘরে ২ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঘরগুলো গত ২১ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এরপর লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য ঘরগুলো হস্তান্তর করার কথা ছিল। কিন্তু বেশ কিছু ঘর বরাদ্দ পেয়েছে ধনীরা। তারা ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ঘর বিক্রি করেছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ৩৭ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন নুরুন্নাহার বেগম। তিনি স্থানীয় বাসিন্দা মো. হানিফের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। ৪১ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন মো. নূর হোসেন। এলাকার অসহায় মো. সুমন মিয়ার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। ৫১ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন মোসা. ছনিয়া বেগম। তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন জহিরুল ইসলাম। ৫৩ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন শহীদ ফকির। তিনি ১ লাখ টাকায় বিক্রি করেছেন আশাদুল বেপারীর কাছে।

এছাড়া ১১ নম্বর ঘর আব্দুস ছালাম বরাদ্দ পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোস্তফা গাজীর মেয়ে মোসা. ফেরদৌসী বেগমের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ করেছেন অন্য বাসিন্দারা।

তবে ফেরদৌসী বেগম ভাড়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ঘরের মালিক আব্দুস ছালাম ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বাড়িতে গেছেন। পরীক্ষা শেষ হলে আবার এসে বসবাস করবেন। আপাতত আমরা থাকি।’

৫৪ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন হেমায়েত উদ্দিন। তিনি নিজস্ব বাড়িতে চলে গেছেন। অসহায় ফেরদৌস ও পাখি বেগম দম্পতিকে থাকতে দিয়েছেন।

প্রকল্পের ২৪ নম্বর ঘরটি বরাদ্দ পেয়েছিলেন অসহায় বিধবা বৃদ্ধ নূরভানু। তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এ সুযোগে তৎকালীন মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার রফিকুল ইসলাম মোটা অঙ্কের টাকা নিয়ে বেলাল হোসেনকে দিয়েছেন। বেল্লাল হোসেন এখন ওই ঘরে বসবাস করছেন। তবে লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন বেল্লাল হোসেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহরাব হোসেন বলেন, তৎকালীন আওয়ামী লীগের নেতারা টাকা-পয়সা নিয়ে কিছু ঘর ধনীদের বরাদ্দ দিয়েছিল। তারা এখানে না এসে বিক্রি করে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মুজিব শতবর্ষের চতুর্থ পর্যায় প্রকল্পের আওতায় ৬৪টি ঘর নির্মিত হয়েছে। কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় অনেক ঘরের চালা থেকে পড়ছে বৃষ্টির পানি। অধিকাংশ ঘরের প্লাস্টার খসে পড়ছে। উঠে গেছে দেয়ালের রং। নেই রান্নার পানির কোনো ব্যবস্থা। এখন হয়নি চলাচলের রাস্তা। একটু বৃষ্টি হলেই ঘরের সামনে জমে পানি। কাদায় একাকার হয়ে যায় পুরো আশ্রয়ণ প্রকল্পের পথ।

প্রখর রোদের খরতাপে অতিষ্ঠ আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা। রান্নার পানির ব্যবস্থা হয়নি এখনো। পাশের একমাত্র খালটির পানিও লবণাক্ত। লবণ পানি ব্যবহারের ফলে বাড়ছে রোগ বালাই। বৃষ্টিতে ভিজে যাচ্ছে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ভেস্তে যাচ্ছে প্রকল্পের আসল উদ্দেশ্য। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি আশ্রয়ণবাসীর।

৪৫ নম্বর ঘরের উপকারভোগী মোসা. সাথী বলেন, ‘আমার ঘরে ওঠার সময় পেছনের একটা দরজা ও সামনের একটি জানালা ভাঙা পেয়েছি এবং পেছনের জানালাই ছিল না। এখনও রাস্তা, পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয় নাই। এখানে বসবাস করতে এসে চরম দুর্ভোগে পড়েছি।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, ‘কেউ ঘর বিক্রি করলে তার বরাদ্দ বাতিল করে অসহায়দের মাঝে নতুন করে বরাদ্দ দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর প্রেমিক গ্রেপ্তার
শ্রীপুরে অজ্ঞাত গাড়িচাপায় নারী শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা