ডেকে নিয়ে তারেক রহমান বললেন, কৃষক দলের বহু নেতা সেক্রেটারি বাবুলের হাতে তৈরি
কৃষক দলের বহু নেতাকর্মী সেক্রেটারি শহিদুল ইসলাম বাবুলের হাতে তৈরি। এমন স্বীকৃতি দিলেন খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু এটুকুই নয়, হলভরতি নেতাকর্মীর সামনে শুভেচ্ছা বক্তব্য দিতে বাবুলকে ডেকেও নিয়েছেন। ফলে বলাই যায়, ত্যাগী এই নেতার কপাল খুলল।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯ নভেম্বর কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান বাবুলের খোঁজ নেন। সভায় উপস্থিত সকলের সামনে তার ত্যাগের কথাও উল্লেখ করেন। একপর্যায়ে তারেক রহমানের নির্দেশনায় শুভেচ্ছা বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল।
বক্তব্য দিতে গিয়ে কণ্ঠ ভিজে আসে কৃষক দলের এই নেতার। বলেন, ৩৮ বছর দল করছি, আজকে যে সম্মান পেলাম আমি আর কিছু চাই না, পদ-পদবী চাই না। আমার নেতা তারেক রহমান, আমি আজীবন আপনাদের সঙ্গে থাকতে চাই।
উল্লেখ্য, ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এক ঘটনার জেরে গত ২১ আগস্ট কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি।
এর আড়াই মাস পর কৃষক দলের অনুষ্ঠানে তারেক রহমান বাবুলের খোঁজ নিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে কৃষক দল যে ভিত্তির ওপর দাঁড়িয়েছে, দুজন মানুষের অবদান সবচেয়ে বেশি, তার একজন বাবুল।
পরে বাবুল তার বক্তব্যে বলেন, বিগত ৩৮ বছরে দল থেকে শৃঙ্খলাভঙ্গের কোনো শোকজ পাইনি। আর এখন হয়ত আমার ভুল ছিল, আমারই ত্রুটি... আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সকলের কাছে আমি ক্ষমা চাই।
এদিকে তারেক রহমান বিশেষ ভাবে বাবুলের খোঁজ নেওয়ার তার কপাল খুলল বলেই মনে করছেন নেতাকর্মীরা। তারা বলছেন, এতে করে বোঝা যাচ্ছে তিনি ফের স্বপদে ফিরছেন। এমনকি আগামী সংসদ নির্বাচনে বাবুল ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/ডিএম)
মন্তব্য করুন