বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ২০:১৫
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসায় ঢুকে উম্মে সালমা (৪৭) নামে এক গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখেছিলেন দুর্বৃত্তরা। পরে নিহতের স্বজনরা খোঁজাখুঁজির পর ডিপ ফ্রিজ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের কোনো এক সময় বগুড়া-নওগাঁ সড়কের পার্শ্বে উপজেলা সদরের জয়পুরপাড়া মহল্লায় চারতলা বাসার তৃতীয় তলায়।

নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আগে নিহতের স্বামী ও তার ছেলে সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসায় অবস্থান করছিলেন। এসময় সালমা বাড়িতে একাই ছিলেন। দুপুর পৌনে ২টায় সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসা ছুটির পর বাসায় ফিরে ঘরের কাপড় চোপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে। মাকে বাসায় খোঁজাখুজি করে না পেয়ে তার বাবাকে খবর দেয়। পরে আজিজুর রহমান বাড়িতে এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পান। তাকে ওই অবস্থায় উদ্ধার করে তিনি দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা সেখানে গিয়ে লাশ আমাদের হেফাজতে নিয়েছি। আমরা জানতে পেরেছি নিহতের স্বামী এবং সন্তান ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের কাছে জানতে পেরেছি ওই নারীকে ডিপ ফ্রিজে রাখা হয়েছিলে এবং তার হাত-পা বাঁধা ছিল। তবে আমরা হাসপাতালে গিয়ে তার হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পাইনি। নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিলে। লাশ ময়নাতদন্তের জন‌্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এখনও মামলাও হয়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা