রাজধানীর কাফরুলে গ্যাসের চুলায় বিস্ফোরণ, নারীসহ পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৪| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৪৯
অ- অ+

রাজধানীর কাফরুলে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— রাজিব মিয়া (২১), মোছাম্মৎ সুমি আক্তার (১৮), মোছাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রবিবার রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে দগ্ধদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রাজিব ৬ শতাংশ, সুমি ২ শতাংশ, সাহানা ৫ শতাংশ, সুমন ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল বলেন, “আমরা সবাই গার্মেন্টস কর্মী। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় সবাই ভাড়া থাকি। রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ হয়। তখন আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। তবে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি।”

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেরপুরে ইসলামী ব্যাংকের গাংনী শাখা উদ্বোধন
বেনাপোল সীমান্তে উচ্চ সতর্কতা জারি বিজিবির
আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা