অভিনয়ে আসার আগে দুধ বেচতেন অক্ষয় কুমার! অজানা তথ্য ফাঁস করলেন বন্ধু

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ০৯:২৫| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:২৭
অ- অ+

অক্ষয় কুমার বলিউডের জনপ্রিয় অভিনেতা। নব্বইয়ের দশকে কেরিয়ার শুরু করে দেখতে দেখতে তিন দশক কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে। কমেডি হোক কিংবা অ্যাকশন, যেকোনো ছবিতেই আক্কির জুড়ি মেলা ভার। ৫০ পেরিয়ে ৬০ এর দোরগোড়ায় দাঁড়িয়েও এনার্জি অফুরন্ত নায়কের।

একেবারে প্রথম থেকেই অ্যাকশন ধর্মী ছবির জন্যই তার পরিচিতি। পাশাপাশি কমেডি ধারাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। অক্ষয়ের প্রধান পরিচয় তার ফিটনেস-এ। খাওয়াদাওয়া এবং শরীরচর্চার বিষয়ে অক্ষয় ভীষণ খুঁতখুঁতে। তিনি না কি কোনও রাতের অনুষ্ঠানে যোগ দেন না।

বলিউডের নাইট লাইফ শুরু হওয়ার ঢের আগে ঘুম থেকে সেই কাকভোরে ওঠা, অন্যান্য অভিনেতাদের থেকে অনেকটাই আলাদা অক্ষয়। কিন্তু তিনি যে আগে সকালে উঠে দুধ বিক্রি করতেন, তার জীবনের এই তথ্যটা জানা ছিল না অনেকেরই।

সম্প্রতি অজয় দেবগণ অক্ষয়ের বিষয়ে এই অজানা তথ্য সামনে এনেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহম এগেইন’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। এই ছবির প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে অজয়কে প্রশ্ন করা হয়েছিল, অক্ষয়ের ব্যাপারে কোনো অজানা তথ্য কি তিনি জানেন? উত্তরে অজয় বলেন, ‘একথা সকলেই জানেন যে অক্ষয় ভোর ৪টের সময় ঘুম থেকে ওঠেন। কিন্তু একথা জানেন না যে তিনি একসময় দুধওয়ালা ছিলেন।’

আসলে অক্ষয়ের জীবনে স্ট্রাগল তো কম ছিল না। ইন্ডাস্ট্রিতে যাকে বলে ‘বহিরাগত’ ছিলেন তিনি। সেখান থেকে কঠোর পরিশ্রম করে আজ তিনি গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য।

উল্লেখ্য, অজয় এবং অক্ষয় দু’জনের অভিনয় জীবনই শুরু হয়েছিল নব্বইয়ের দশকে। তাঁরা দু’জনে একসঙ্গে কাজ করেছেন, ‘সুহাগ’, ‘খাকি’, ‘হে ব্রো’, ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই’ প্রভৃতি ছবিতে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা