দর্শকের প্রশংসায় ভাসছে ‘রঙিলা কিতাব’ আর পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৪| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৬:০০
অ- অ+

‘ভেবেছিলাম প্রথম দুই পর্ব দেখে বাকি ছয়টা পর্ব কাল দেখব। কিন্তু অদ্ভুত এক আকর্ষণে এক টানা পুরো সিরিজ দেখে শেষ করলাম। সিরিজটা দেখার সময় নিজের মধ্যে অন্যরকম একটা উত্তেজনা অনুভব করেছে। গল্পের মুহূর্তে মুহূর্তে ঘটনার মোড় বদলে যাওয়া উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।’

ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-তে সদ্য মুক্তি পাওয়া পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ দেখে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন এক দর্শক। শাহরিয়ার তাহমিদ নামের ওই দর্শকের ভাষ্য, ‘বইয়ের ‘রঙিলা কিতাব’- কে এর থেকে ভালো করে পর্দায় দেখানো সম্ভব ছিল না।’

গত কয়েকদিন ধরেই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনেমা, ওটিটি প্লাটফর্ম সংশিষ্ট পেজ-গ্রুপগুলোতে দেওয়া এমন অনেক পোস্ট সামনে আসছে। যেগুলোতে ‘রঙিলা কিতাব’ দেখে দর্শকদের মুগ্ধ হওয়ার গল্পই উঠে আসছে।

সিনথিয়া সাথী নামে এক দর্শক লিখেছেন, ‘এই সিরিজটি নিয়ে প্রত্যাশার পারদ বেশি ছিল আগে থেকেই। অনেকগুলো কারণ থাকার মধ্যে প্রথম কারণ হলো, পরীমনি। অভিনেত্রী হিসেবে তার দ্বিতীয় ইনিংস কতটা রঙময় হয় তা দেখার অপেক্ষায়। এত নিখুঁত অভিনয় করেছে পরীমনি তা পরীর চরিত্রটি কেউ না দেখলে বুঝবেই না। অন্যদিকে রয়েছে মোস্তাফিজুর নূর ইমরান। এক কথায়, তার লুক অভিনয়ের সঙ্গে মিশে গেছে। আরও রয়েছে ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিকসহ আরও অনেকেই। ওরা যে যার যার স্থান থেকে দারুণ পারফরম্যান্স করেছে। পলিটিক্যাল যে একটা প্যাঁচ তাদের অভিনয়ে তা ফুটে উঠেছে।’

এই দর্শক আরও লিখেছেন, ‘পর্বের শুরু থেকেই আর্কষণ ছিল এর পরের পর্বে কী হতে চলেছে। কিন্তু শেষের দিকটা বেদনাদায়ক লেগেছে। টুইস্ট ছিল পুরোটাই। কখনো ভাবিনি শেষটা এমন হবে।’

কেউ কেউ আবার দাবি করছেন ‘রঙিলা কিতাব’ এই বছরের সেরা ওয়েব সিরিজ। সাদিয়া আসলাম নামে একজন দর্শক লিখেছেন, ‘এবছর ওটিটিতে যেসব সিরিজ মুক্তি পেয়েছে তার মধ্যে রঙিলা কিতাব আমার কাছে দারুণ লেগেছে। এতো ভালো লাগার মধ্যে যে কারণটি সবার প্রথমে থাকবে তা হলো এর সুনিপুণ নির্মাণ। অনম বিশ্বাস কতটা দারুণ পরিচালক তা পরিচয় করিয়ে দেবার নয়। কিন্তু উপন্যাস থেকে রঙিন পর্দায় ‘রঙিলা কিতাব’কে যেভাবে উপস্থাপন করেছেন তিনি, তার প্রশংসা করতেই হয়।’ ‘এরপর আসবে কাস্টিং। পরী, নূর ইমরান, ফজলুর রহমান বাবু, মনোজ, ইরেশ যাকেরসহ বিগ কাস্টিং এবং প্রত্যেকেই নিজস্ব জায়গায় দারুণ করেছেন। সবমিলিয়ে দেখার, বলার এবং রিওয়াচ দেবার মতন একটা সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব।’

ফয়সাল আদনান নাহিদ নামে এক দর্শক লিখেছেন, ‘রঙিলা কিতাব বইটা পড়েছিলাম মাস দুয়েক আগে। এর মধ্যে শুনতে পেলাম বই থেকে ওয়েব সিরিজ আসতেছে। তো সেদিন থেকে অপেক্ষা করতেছিলাম যে কবে আসবে। তো সবশেষে চলে আসলো আট পর্বের ওয়েব সিরিজ রঙিলা কিতাব। আসার পর দেখলাম। যারা ভাবতেছেন বই পড়ে ফেলছেন সিরিজ দেখবো কেন। তারাই আসলে বড় ভুল করবেন। বই থেকে সিরিজ বানালেও হুবহু বইয়ে যা ছিল তার অনেক কিছুই পরিবর্তন দেখতে পাবেন সিরিজে।’

প্রশংসা কুড়াচ্ছেন পরীমনি

সিরিজ দেখে অধিকাংশ দর্শকই পরীমনির অভিনয়ের ব্যাপক প্রশংসা করছেন। সোমবার রাতে ইয়াসির আলী নামে এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘কমার্শিয়াল, চোখ ধাঁধানো গ্ল্যামারাস নায়িকা থেকে অভিনয় নির্ভর ওয়েব সিরিজের পারফেক্ট অভিনেত্রী হয়ে ওঠার ব্যাপারটি লক্ষ্য করা গেছে পরীমনির চরিত্রে। ভালো নির্মাতার সঙ্গে কাজ করলে তার প্রতিভা দর্শক উপভোগ করে, যার প্রমাণ ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের হাত ধরে পরীমনি নিজের ক্যারিয়ারের বেস্ট একটা কন্টেন্ট উপহার দিল দর্শককে, একথা বলতেই হবে। এক মৃত্যু উপত্যকার ভয়াবহ সময়, একজন গর্ভবতী নারী কীভাবে সার্ভাইভ করল, তা কিংকর আহসানের উপন্যাস অবলম্বনে সুপ্তি চরিত্রের মাঝে ফুটিয়ে তুলেছেন অনম বিশ্বাস।

এই নির্মাতার ৮ পর্বের সিরিজ ‘রঙিলা কিতাব’-এ পরীর বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। দর্শক বলছেন, সিরিজজুড়ে ইমরানও দারুণ পারফর্ম করেছেন। তিনিই মূলত সিরিজের গল্পের ধারাবাহিকতা ধরে রেখেছেন, আর সেটা আরও বাড়িয়েছেন ফজলুর রহমান বাবু।

মনোজ প্রামাণিকও তার প্রতিভা দেখিয়েছেন। পাশাপাশি ইরেশ যাকের ও শিমুল শর্মাও অল্প সময়ে অভিনয় করে বেশ জমিয়ে রেখেছিলেন সিরিজটি। কিঙ্কর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা