বগুড়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা
বগুড়ার শাহজাহানপুরে আবুল কালাম (৭০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত আবুল কালাম উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে কালামের স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এর এক পর্যায়ে তিনি কালামের গলাকাটা লাশ উঠানে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশীরা সেখানে ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)
মন্তব্য করুন