সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৯:৪৪
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে আট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটোয়ারী।

জানা গেছে, চলতি মাসের শুরুতেই সরকার থেকে সব জায়গায় পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। এরই অংশ হিসেবে এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সখীপুর পৌরশহরের বিভিন্ন এলাকা এবং কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযান চালানো হয়েছে।

সখীপুর পৌরশহরের ডাল পট্টি ও পোল্ট্রি মুরগি বিক্রির এলাকায় অভিযান চালানো হয়। এতে পলিথিন বিক্রির দায়ে ডাল পট্টির ব্যবসায়ী আয়নাল হককে ২০ হাজার, লুৎফর রহমানকে আট হাজার, নাছির উদ্দিনকে পাঁচ হাজার, শফিকুল ইসলামকে তিন হাজার, তোমেজ উদ্দিনকে পাঁচ হাজার, আরফান আলীকে তিন হাজার ও দেলুয়ার হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও উপজেলর কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পৌরশহর ও কচুয়া বাজার থেকে কয়েক মণ পলিথিন জব্দ করে তা নষ্ট করে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, সরকারের নির্দেশনার অংশ হিসেবে পরিবেশের ক্ষতিকারক পলিথিন বন্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা