চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর এলাকায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিল্কি মহল্লার উজ্জল আলীর ছেলে আব্দুল্লাহ আল ওসমান (১৩)। সে বিদিরপুর আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ট্রাক্টর চালক রনিকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, বিদিরপুর আঞ্চলিক সড়ক দিয়ে ওসমান সাইকেলে করে মাদ্রাসার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক্টর চালককে স্থানীয় লোকজন আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালের পাঠায় এবং ট্রাক্টরচালক রনিকে থানায় নিয়ে যায়।
ওসি আরো জানান, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)
মন্তব্য করুন