হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫২| আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:১০
অ- অ+

পুরান ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, “সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে বৃহস্পতিবার ভোররাতে গুলশান-১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজার ও গুলশান থানা পুলিশের অভিযানে তাকে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। সাবেক এই সংসদ সদস্যকে চকবাজার থানায় নেওয়া হয়েছে। হয়ত আজই তাকে আদালতে তোলা হবে।”

কতগুলো মামলার তথ্য মিলেছে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, “আপাতত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আরও মামলার তথ্য বের করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম।

এর আগে একই আসনে সংসদ সদস্য ছিলেন তার বাবা হাজি সেলিম।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসএস/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
ঊর্মির জামিন: সরকারকে ধন্যবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা