হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন দুই দিনের রিমান্ডে

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বরিশাল মহানগর এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে।
তবে পরিবারের অভিযোগ, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে গত মঙ্গলবার বেলা দুইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে তুলে নেওয়া হয়। এর পর থেকে আর তাঁর খোঁজ পায়নি পরিবার।
ডিবি সূত্রে জানা গেছে, সদ্য বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়। অনুমতি পাওয়ার পরেই তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় রিমান্ড চেয়ে আজ আলেপকে আদালতে তোলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন একসময় র্যাব-১১ এবং র্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। গত ৮ সেপ্টেম্বর তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছিল। এরপর গেল সপ্তাহে আলেপকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল।
ঢাকাটাইমস/১৪নভেম্বর/ইএস

মন্তব্য করুন