বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্রয়ের পর পয়েন্ট টেবিলে কে কোথায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৫:৩৯| আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:০০
অ- অ+

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। অন্যদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খেলবে দুই ম্যাচ। দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুইটিতে জয় পায়নি ব্রাজিল-আর্জেন্টিনার কেউই। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার মনুমেন্টাল ডি মাতুরিন স্টেডিয়ামে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। মাঝে ভিনিসিউস পেনাল্টি মিস করেন। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে মেসির আর্জেন্টিনা। এছাড়াও এদিন মাঠে নেমেছিল ইকুয়েডর ও বলিভিয়া। ইকুয়েডর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের শুক্রবারের ম্যাচের পর পয়েন্ট টেবিলে বেশকিছু পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে। আর ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা।

এদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ধরে ফেলার। শনিবার (১৬ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়া। এদিকে উরুগুয়েরও সুযোগ আছে দুইয়ে ওঠার। শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে চার থেকে দুইয়ে উঠে যাবে তারা। তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে।

এক নজরে দেখে নিন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্জেন্টিনা ১১ ২২
কলম্বিয়া ১০ ১৯
ব্রাজিল ১১ ১৭
উরুগুয়ে ১০ ১৬
ইকুয়েডর ১১ ১৬
প্যারাগুয়ে ১১ ১৬
ভেনেজুয়েলা ১১ ১২
বলিভিয়া ১১ ১২
পেরু ১০
চিলি ১০

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা