অনিবার্য কারণে স্থগিত কুবির চলমান ফুটবল টুর্নামেন্ট 

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান 'শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪' অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সময়ের জন্য স্থগিত করা হলো 'শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪'।

এ বিষয়ে মনিরুল আলম বলেন, 'অনিবার্য কিছু কারণেই আমাদের খেলাটি স্থগিত করতে হয়েছে। এটা আসলে দুঃখজনক যে একটা চলমান খেলা অনাকাঙ্ক্ষিত কিছু কারণে স্থগিত করতে হচ্ছে। তবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব খেলা শুরু করার।'

এ ব্যাপারে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'চলমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কতদিন স্থগিত থাকবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রক্টরিয়াল বডি এবং প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবে তারপর আমাদের জানালে আমরা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবো। তবে চেষ্টা থাকবে এটা যেন দীর্ঘ না হয়।'

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা