সাইকেল চোর ধরতে গিয়ে নির্মমভাবে কিশোর খুন, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ২২:২০
অ- অ+

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর লেনে সাইকেল চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে সাহাদাৎ হোসেন শান্ত (১৭) হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)।

শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় হাজারীবাগ থেকে তাদেরকে তাদের গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা

শনিবার ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সিয়াম নামের এক ছেলে হাজারীবাগের মনেশ্বর প্রথম গলির ৫নং বাসার নিচ তলায় বাইসাইকেল চুরির জন্য ঢোকে। ঠিক সেই সময় বাসার মালিক আজাদ সিসিটিভি ফুটেজে দেখতে পান একজন চোর বাসার ভেতরে প্রবেশ করে নিচতলায় থাকা বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি তখনই ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন।

তিনি আরও বলেন, চিৎকার শুনে সাহাদাৎ হোসেন শান্ত ও তার কয়েকজন বন্ধু মিলে চোরকে ধরার জন্য আজাদের বাসার দিকে যায়। তাদের দেখে আসাদ চুরি করা বাইসাইকেল ফেলে দৌড়ে নতুন রাস্তা চাঁনপুর মসজিদের গলির মো. শুকুর আলীর বাসায় ঢুকে পড়ে। শান্ত ও তার বন্ধুরা সিয়ামকে ধাওয়া করতে করতে ওই বাসায় ঢুকে পড়ে। রাত তখন অনুমান সোয়া ১০টা। ওই বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে শান্তকে জাপটে ধরে সিয়াম এবং সেখানে আগে থেকে অবস্থান করা সিয়ামের সহযোগী মো. শাকিল হোসেন। এরপর তাদের আরেক সহযোগী শুকুর আলী ধারালো ছুরি দিয়ে শান্তকে মারাত্মকভাবে আঘাত করলে সে বাসার মেঝেতে পড়ে যায়।

এসময় শান্তর বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তাদেরও এলোপাথাড়ি মারধর শুরু করে দুর্বৃত্তরা। একপর্যায়ে শান্তর বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে শান্তর মা খবর পেয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শুক্রবার সকাল ১০টায় মারা যায় শান্ত।

খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের ব্যবস্থা করে। এ ঘটনায় ভিকটিমের মা শান্তা ইসলাম হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তালেবুর রহমান জানান, এই হত্যা মামলার থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা