ডাকাতির সময় শিশু জাইফাকে অপহরণকারী নারী রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৫২| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৫৫
অ- অ+

রাজধানীর আজিমপুরে ডাকাতির পর ৮ মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে অপহরণকারী ফাতেমা আক্তার শাপলার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আবুল ফারেজ জুয়েল তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না।

এর আগে গতকাল শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ওই শিশুর পরিবার শিশুকে উদ্ধারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চায়। এরপর রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে এই অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৮) গ্রেপ্তার করে।

অপহৃত ৮ মাস বয়সী শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শাপলা বগুড়া ধনুট উপজেলার গোলাপপুরের সাদেক আলী তালুকদারের মেয়ে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/আরজেড/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা