শাহরুখ খানকে নিয়ে পড়াশোনা করে খুনের হুমকি দেন আইনজীবী

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৫:৪২
অ- অ+

গত ৩১ অক্টোবর খুনের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানকে। হুমকিদাতা পেশোয় একজন আইনজীবী। নাম ফয়জান খান। হুমকি দেওয়ার আগে শাহরুখ খানকে নিয়ে অনলাইনে রীতিমতো পড়াশোনা করেন এই ব্যক্তি। পাকাপোক্ত হয়ে তারপরই ফোন করে হুমকি দেন।

রায়পুরের বাসিন্দা ফয়জান খান বর্তমানে মুম্বাই পুলিশের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যগুলো জানতে পেরেছে পুলিশ। শুধু শাহরুখ খান নয়, তার পুরো পরিবারের তথ্য সংগ্রহ করে হুমকিদাতা আইনজীবী। মুম্বাই পুলিশের তদন্তে এসব উঠে এসেছে।

একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন ফয়জান। গত ৩০ অক্টোবর একটি ফোন কেনেন তিনি। সেই ফোন ব্যবহার করে পরের দিনই হুমকি দেন শাহরুখ খানকে। ৫০ লাখ রূপিও চেয়ে বসেন।

যদিও পুলিশের কাছে ফয়জান খানের দাবি, কিছু দিন আগেই তার ফোন চুরি হয়। তাই তার ফোন নিয়ে কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না। তার বয়ান খতিয়ে দেখলেও এর সত্যতা এখনো খুঁজে পায়নি মুম্বাই পুলিশ।

জানা গেছে, আইনজীবী ফয়জান বিষ্ণোই সম্প্রদায়ের ঘনিষ্ঠ। এই গ্যাংই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে অনবরত। সম্প্রতি আলোচিত রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকেও হত্যা করেছে এই গ্যাংয়ের সদস্যরা। এরপর থেকেই জীবন নিয়ে শঙ্কায় সালমান খান।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা