ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪: শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন মমিন সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৬
অ- অ+

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মমিন সরকার। যিনি গত ১২ বছরের অধিক নাট্যাঙ্গনে একাধারে নাটক নির্মাণ, প্রযোজনা ও ভিডিও সম্পাদনা করে এসেছেন।

২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪' উপলক্ষে শনিবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজীব মণি দাসের রচনায় বিশেষ টেলিফিল্ম 'আইনের মারপ্যাঁচ' নাটকে অনবদ্য নির্মাণ শৈলীর জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মমিন সরকারকে এই অনন্য পুরস্কার প্রদান করা হয়।

মমিন সরকারের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি সম্মাননা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে মমিন সরকার বলেন ‘আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সব সময়ই ছিল। আজ আরও বেড়ে গেল। আমি নিজেকে কোনো নির্দিষ্ট গতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বৈচিত্র্য আছে এমন গল্প নির্মাণ করতে চাই।’

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা