হাতিয়ার চরে এতো বড় তিমি! উদ্ধার করে নদীতে ছাড়ল জেলেরা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:২০
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের সঙ্গে আসা একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরে আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জেলেরা তিমিটিকে উদ্ধার করে নদীর পানিতে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার ভোরে দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ডুবোচরে দেখা মিলে তিমি মাছটির।

উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে জোয়ারের পানির সঙ্গে একটি তিমি মাছ হাতিয়া থেকে কয়েক কিলোমিটার দূরে জেগে উঠা চর আতাউরের আটকা পড়ে।

পরে দুপুরের দিকে একদল জেলে নদীতে চর আতাউর এলাকায় মাছ ধরতে গিয়ে দূর থেকে বড় কিছু একটা আটকা পড়েছে দেখতে পেয়ে কাছে গিয়ে দেখে বিশাল আকৃতির তিমি মাছ। মাছটির ওজন হবে আনুমানিক ৫০-৬০ মণ। পরে জেলেরা তিমি মাছটির লেজের দিকে ও মাথার দিকে দড়ি বেঁধে টেনে মাছটিকে নদীর পানিতে ছেড়ে দেয়।

এরআগে তিমি মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে নদীর তীরে। অনেককে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায়। দেখার পাশাপাশি তারা ছবিও তোলেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান মেঘনার চর আতাউরের পলিতে তিমি মাছ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমি মাছ গভীর সমূদ্র থেকে নদীতে চলে এসেছে। এরপর জোয়ারের পানির তোড়ে সেটি নদীতে জেগে উঠা নতুন চরের পলিতে আটকা পড়ে গেছে। এরই মধ্যে ভাটা শুরু হওয়া নদীতে নামতে পারেনি।

তিনি জানান, আটকে পড়া তিমি মাছটিকে স্থানীয় জেলেরা নদীতে ছেড়ে দিয়েছে। তবে সেটি কোনো প্রজাতির তিমি সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি তারা।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা