বিএনপির সব ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৮| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:২২
অ- অ+

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন।

সোমবার বিকালে টাঙ্গাইলের ভুয়াপুর শহীদ জিয়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কাজে যারা লিপ্ত হবে- বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। এ সময় নেতা-কর্মীদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির দিকে না ঝুঁকতে নির্দেশনা প্রদান করেন সুলতান সালাউদ্দীন টুকু।

অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে সুলতান সালাউদ্দীন বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ টা বছরে কোন ভোট দিতে পারে নি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে। আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা