নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

সালথা-নগরকান্দা ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২) নামে দুই বন্ধুর। গুরুতর আহত হয়েছেন খালিদ শেখ (১৮) নামে আরেক বন্ধু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, মোটরসাইকেলযোগে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার তেল (অকটেন) ভরার জন্য ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিলেন। তাদের বহন করা মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যাযন। আহত হন শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করে।

অপরদিকে আহত খালিদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। পরে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে শাওন মাতুব্বর মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা