বোয়ালমারীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:১১
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'বিশ্ব মানবাধিকার দিবস' উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার 'ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন' এর বোয়ালমারী শাখা দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে।

সকালে বোয়ালমারী জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোয়ালমারী পৌরবাজার প্রদক্ষিণ করে ফের অডিটোরিয়াম চত্বরে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির পদ্মা বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো. সাইফুল ইসলাম।

বিশিষ্ট নাট্যকার ও কবি গাজী শামসুজ্জামান খোকনের সঞ্চালনায় ও মো. মতিয়ার রহমান সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চলচ্চিত্র অভিনেতা পরিচিত রহমান, 'সাপ্তাহিক বোয়ালমারী বার্তা'র প্রকাশক ও সম্পাদক এ্যাড. কোরবান আলী, সংগঠনটির বোয়ালমারী শাখার সাধারণ সম্পাদক আলী রেজা, বাউল-কবি শাহাদাত হোসেন, হোসেন সালেহ প্রিন্স, সাহেবুল আলম মিয়া, আনিসুজ্জামান আনিস, রাজু ইসলাম প্রমুখ।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, এতে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। সেই থেকে বিশ্বব্যাপী এই তারিখটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা