ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান। এসময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
এদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির দিয়ে বিজয় দিবসের দিনটি শুরু হয়। এরপর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় র্যালি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু।
(ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন