ফরিদপুরে গাড়িচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫৩
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুর সদর জেলার পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌছালে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই মো. হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলের আরোহী এক বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত বন্ধু ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা